বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিজ্ঞান গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিসিএসআইআর-এ “বায়োমেডিক্যাল এন্ড টক্সিকোলজিক্যাল গবেষণার জন্য এনিম্যাল গবেষণাগার আধুনিকীকরণ” শীর্ষক বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ২০১৯ সালে অত্যাধুনিক অবকাঠামোগত ও State of the art equipments সমৃদ্ধ বায়োমেডিক্যাল এন্ড টক্সিকোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (বিটিআরআই) টি প্রতিষ্ঠা করে। বিটিআরআই-এর অন্যতম লক্ষ্য হল বায়োমেডিক্যাল এন্ড টক্সিকোলজিক্যাল ক্ষেত্রে দেশে আর্ন্তজাতিক মানের গবেষণা পরিচালনা করা, টেকসই প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে শিল্প উদ্যোক্তা সৃষ্টি করে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা। এছাড়াও জনস্বাস্থ্য বিষয়ক উদ্ভুত সমস্যা নিরসনের লক্ষ্যে বায়োমেডিক্যাল এন্ড টক্সিকোলজিক্যাল সংক্রান্ত প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা। বায়োমেডিক্যাল ও টক্সিকোলজিক্যাল বিষয় দুটি বর্তমান প্রেক্ষাপটে খুবেই প্রাসঙ্গিক এবং দেশে আরও গবেষণা হওয়া প্রয়োজন, সেই বাস্তবতায় বিটিআরআই-এর কর্মরত বিজ্ঞানীরা কাজ করছে। ভবিষ্যতে বায়োমেডিক্যাল এন্ড টক্সিকোলজিক্যাল সেক্টরে গবেষণার ক্ষেত্রে বিটিআরআই বলিষ্ঠ ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশা নিয়ে এই নতুন ইনস্টিটিউট বর্তমানে কাজ করে যাচ্ছে।